টি-শার্ট ইচ্ছে মত প্রিন্ট করুন। T-Shirt Color Printing on sublimation Printers | ডিজিটাল প্রিন্ট।
- Get link
- X
- Other Apps
১। টি শার্টের সাইজ নির্ধারণ
২। টি শার্টের ডিজাইন :
৩। ছবি এডিট সফটওয়ার নির্ধারণ
৪। সাবমিট পেপার কালেকশন
৫। কালার প্রিন্টার কালেকশন
৬। সাবলিমেশন প্রিন্টার কালেকশন
৭। সাবলিমেশন প্রিন্টার হিট করার পদ্ধতি
১। টি শার্টের সাইজ নির্ধারণ: টি শার্ট প্রিন্ট করার জন্য প্রথমেই উক্ত টি-শার্টের সাইজ নির্ধারণ করতে হবে, ইঞ্চি,
পিক্সেল, মিলিমিটার, যেকোন একটা দিয়ে সাইজ নিতে পারেন, সাধারণত মগের সাইজ ৪x৭ ইঞ্চি হয়ে থাকে। তাই এমন সাইজের একটি পেজ সর্ব প্রথম নিতে হবে।
২। ছবি নির্ধারণ : প্রিন্টের জন্য আপনাকে ভাল মানের একটি ছবি নির্ধারণ করতে হবে। মনে রাখবেন ভালমানের ছবি হলে প্রিন্ট হবে উন্নত। কম রেজুলেশন এর ছবি হলে ছবির প্রিন্ট সুন্দর হবে না। এটুকু মনে রাখতে হবে।
৩। ছবি এডিট সফটওয়ার নির্ধারণ: ছবি এডিটের জন্য একটি সফটওয়ার নির্বাচন করতে হবে। সাধারণত ফটোশপ দিয়ে কাজ করলে ভাল হয়। আমি সব সময়ে ফটোশপ দিয়ে কাজ করে থাকি।
৪। সাবমিট পেপার কালেকশন: সাবমিট পেপার অতি জরুরী প্রিন্টের জন্য। কমপ্লিট ডিজাইন শেষ হওয়ার পর সম্পূর্ণ ডিজাইন ভার্টিকেল করে প্রিন্ট করতে হবে।
৫। কালার প্রিন্টার কালেকশন: যেকোন ধরণের একটি কালার প্রিন্টার নির্বাচন করতে হবে। কালার প্রিন্ট দ্বারা সাবমিট পেপার ভার্টিক্যালি প্রিন্ট করতে হয়।
৬। সাবলিমেশন প্রিন্টার কালেকশন: টি শার্ট
প্রিন্টের ক্ষেত্রে সাবলিমেশন প্রিন্টার্স অত্যাবশ্যকীয়। আপনাকে একটি
সাবলিমেশন প্রিন্টার কালেকশন করতে হবে। সাধারণত ১৫-২০ হাজার টাকা মূল্যের
একটি সাবলিমেশন প্রিন্টার। সাবমিট পেপার প্রিন্ট হওয়ার পর উক্ত টি শার্টে সাবমিট পেপার উল্টো লাগিয়ে রাখতে হবে।
- Get link
- X
- Other Apps






price koto
ReplyDelete