পাইকারী মূল্যে বিয়ের কার্ড কিনুন। New Design Wedding Card Hole seller। বিয়ের কার্ডের নতুন ডিজাইন |
অর্ডার, সরবরাহ
ও বিল প্রদান পদ্ধতি
ক্রেতার সাথে আলোচনা সাপেক্ষে ১ থেকে ৫ দিনের মধ্যে সরবরাহের ব্যবস্থা
রয়েছে।
জরুরী অর্ডারের ক্ষেত্রে ২ ঘন্টার মধ্যে সরবারহ করার ব্যবস্থা রয়েছে।
এক্ষেত্রে স্বাভাবিক এর চেয়ে ২০% বেশী বিল ধরা হয়ে থাকে।
অগ্রীম বাবদ ৭৫% টাকা প্রদান করতে হয়।
এখানে শুধুমাত্র ক্যাশের মাধ্যমে বিল পরিশোধ করা যায়। কার্ডের মাদ্যমে
বিল পরিশোধের কোন ব্যবস্থা নেই।
জরুরী অর্ডার হলে সঙ্গে সঙ্গে প্রুফ দেখতে হয়।
অন্যান্য ক্ষেত্রে প্রুফ দেখার জন্য ক্রেতাকে একদিন সময় দেয়া হয়।
বিয়ের কার্ড সর্বোচ্চ কম মুল্যে আমরাই দিচ্ছি আপনারযদি পছন্দের কোন কার্ড
থাকে তাহলে আমাদের জানাতে পারেন এবং সর্বপ্রকার বিয়ের কার্ড পাইকারী ক্রয়
করতে আমাদের দোকানে চলে আসুন।
ছুমাইয়া কার্ড সেন্টার, বন্দর বাজার, সিলেট।
দোকান : ০১৭৫৮-২১২১০২ (শুধুমাত্র ক্রেতাদের জন্য)
Comments
Post a Comment