Learn how to easily scan images। ছবি স্ক্যান শিখুন। Scanner usage method। স্ক্যানার ব্যবহার পদ্ধতি

 

 Learn how to easily scan images। ছবি স্ক্যান শিখুন। Scanner usage method। স্ক্যানার ব্যবহার পদ্ধতি

 

 Learn how to easily scan images। ছবি স্ক্যান শিখুন। Scanner usage method। স্ক্যানার ব্যবহার পদ্ধতি 

স্ক্যানার কি?

 স্ক্যানার এমন একটি ডিভাইস যা যেকোন ধরনের ছবি বা ডকুমেন্ট কে হুবুহু একই ভঅবে কপি করতে পারে। স্ক্যানারের কাজ কি? কম্পিউটারে ব্যবহার উপযোগী করার জন্য কিছু কিছু ডকুমেন্ট, ছবি অথবা আপনার প্রয়োজন অনুসারে ডকুমেন্ট স্ক্যানার করে কম্পিউটারে ব্যবহার করা হয়। আবার হার্ডকপি স্ক্যান করে ফটোকপি করা হয়। পূরণ ছবি বা লেখা লেখি কাগজ করে স্ক্যান করে ব্যবহার উপযোগি করে তুলা হয়। কিভাবে স্ক্যানার ব্যবহার করবেন? স্ক্যানারের ডিভাইস ফটোকপি মেশিনের মত একটি কাচেঁর উপর নির্দিষ্ট ছবি বা কাগজটিকে কাচেঁর দিকে মুখ করে রেখে এর ঢাকনাটি দিয়ে ঢেকে দেয়া হয়। পরে নির্দিষ্ট বাটন কমান্ড দেয়ার পর-এর কাচেঁর নিচে থাকা একটি আলো প্রক্ষেপনকারী বাল্ব পুরো কাগজটিকে আলোকিত করে যায়। অর্থ্যাৎ এই আলো ফেলার মাধ্যমে এটি কাগজের তথ্য সমূহকে পড়ে ফেলে ও বৈদ্যুতিক তরঙ্গ হিসেবে মনিটরে প্রদর্শন করে। প্রথমবার একটি প্রাকদর্শন দেখায় এতে ব্যবহারকারি তার প্রয়োজন নিদিষ্ট করন করার পর স্ক্যান নির্দেশ দিয়ে কাগজের তথ্যটি চূড়ান্ত ভাবে কম্পিউটারে সংরক্ষণের জন্য উপস্থাপন করে থকে। এরপর ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী নাম ও স্থান ঠিক করে এটিকে সংরক্ষণ করে রাথতে পারবে।

 

ধাপে ধাপে

আপনি যদি জানতে চান কিভাবে একটি ফটো স্ক্যান করতে, আপনার স্ক্যানারটি আপনার পিসিতে সঠিকভাবে সংযুক্ত এবং ইনস্টল করা আছে তা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। তারপরে ডিভাইসটি একটি ইউএসবি কেবল বা একটি ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত রয়েছে কিনা তা যাচাই করুন (এক্ষেত্রে স্ক্যানারের সামনের দিকে একটি ইন্ডিকেটর আলো বা তার পাশে ওয়াই-ফাই আইকন থাকা উচিত) এবং ডিভাইসটি সঠিকভাবে ইনস্টল করা আছে তা যাচাই করুন।

আপনার কম্পিউটারে স্ক্যানার বা মাল্টিফংশন প্রিন্টারের সঠিক ইনস্টলেশন যাচাই করতে, বোতামটি ক্লিক করুন শুরু উইন্ডোজ (পর্দার নীচে বাম কোণে অবস্থিত পতাকা আইকন), শব্দটি অনুসন্ধান করুন "প্রিন্টার্স" এবং নিবন্ধটি নির্বাচন করুন ডিভাইস এবং মুদ্রক অনুসন্ধান ফলাফল থেকে। আপনার স্ক্যানার এবং / বা প্রিন্টারের নাম যদি খোলা স্ক্রিনে থাকে তবে কোনও সমস্যা হওয়া উচিত নয়: ডিভাইসটি ইতিমধ্যে কনফিগার করা আছে এবং পিসি কোনও সমস্যা ছাড়াই এটি সনাক্ত করতে পারে।

আসুন জেনে নেই কিভাবে স্ক্যান করবেন?

* স্ক্যানেরর কাভার ওপেন করুন

 

* স্ক্যানে আপনার স্ক্যানকৃত ছবিটা সুন্দর করে ডুকিয়ে দিন।  


এবং তার পর স্ক্যান করার জন্য স্ক্যানারের কাভার বন্ধ করে দিন।

* এডোবি ফটোশপ ওপেন করুন, তার পর ফাইল File এ চলে যান

 

নিচে থাকা কমান্ড Import এ চলে যান তার পর W/A Support এ চলে যান

 

তারপর একটি ম্যাসেজ আসবে যা আপনার স্ক্যানার দেখাতে হবে,

 

এখানে Start এ ক্লিক করুন

 

 এখানে Ok বাটনে ক্লিক করুন

ছবির কোয়ালিটি নির্ধারণ করুন

Preview ক্লিক করুন

Preview  হওয়ার পর দৃশ্যমান ছবি Crop করুন

এবং Scan বাটনে ক্লিক করুন


৩০ সেকেন্ড সময় দিন এবং উপযুক্ত কপি সাবমিট করে Scan এ ক্লিক করুন, এখানে আরো ৩০ সেকেন্ড সময় দিন তার পর আপনার স্কিনে পরিষ্কার আপনার কাঙ্খিত ছবি দেখতে পারেন।


Comments

Post a Comment

Popular posts from this blog

এই মেশিন দিয়ে মাসে ৬০-৭০ হাজার টাকা ইনকাম করা যায়। অফসেট কালার প্রিন্টার

সহজে মগ প্রিন্ট শিঁখুন, টাকা উপার্জন করুন। কিভাবে মগ প্রিন্ট করবেন? Mog Print Mechine | মগে নিজ ছবি